প্রধান বৈশিষ্ট্যসূমহ
প্রধান বৈশিষ্ট্যসূমহ
- মাদরাসার প্রধান বৈশিষ্ট্যসূমহঃ ০১/একটি সুন্দর ও মনোরম পরিবেশে রাজনীতি মুক্ত ক্যাম্পাস। ০২/ বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানের সিলেবাস গুলোর অনুসরনে পরিচালিত। ০৩/জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই ১০০% ক্লাস শুরু। ০৪/ পূর্ণ বছরের সকল কার্যক্রম বছরের শুরুতেই প্রত্যেক ছাত্র/ ছাত্রীদের হাতে প্রদান করা। ছাত্র/ছাত্রীদের পড়াশুনার মানউন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ। ০৫/দৈনিক ক্লাসের পড়া আদায় ও বাড়ীর কাজের ব্যবস্হা। ০৬/আধুনিক, যুগপযোগী ও আকর্ষনীয় (মাদরাসা কর্তৃক নির্ধারিত) লগোযুক্ত ইউনিফর্মসহ ক্লাসে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। ০৭/ ৫ম শ্রেণি অধ্যয়নের সাথে সাথে পবিত্র কুরআন সহীহ শুদ্ধভাবে তেলাওয়াতের পূর্ণ যোগ্যতা অর্জন। ০৮/ ইসলামী আদর্শ তথা নামাজ ও মাসলা মাসায়েল শিখার ব্যবস্হা। ০৯/পড়া শুনার পাশা পাশি কম্পিউটার শিখার ব্যবস্হা। ১০/প্রতি পরীক্ষার পূর্বে প্রতি বিষয়ে ২টি/৩টি ইনকোর্স /মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা। ১১/ শিক্ষার মানউন্নয়ন ও ছাত্র/ছাত্রীদের উন্নত চরিত্র গঠনের জন্য নিয়মিত শিক্ষকমন্ডলী ও অভিভাবকগনের সাথে মত বিনিময় সভা। ১২/ডিজিটাল হাজিরা সহ সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ ক্যাম্পাস পর্যবেক্ষণ। ১৩/অনলাইনে দৈনিক পাঠ বিবরণী নিয়োমিত আপলোড। ১৪/১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ছাত্র ছাত্রীর ভর্তি সম্পূর্ন ফ্রি। র্কোন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত না থাকলে এসএমএস এর মাধ্যমে তথ্য প্রদান। ১৫/শিক্ষার্থীর যাবতীয় বিষয়াদী অনলাইনে পর্যবেক্ষণ।পর্দার সহিত ছাত্রীদের ক্লাসের ব্যবস্হা। ১৬/গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীর বিভিন্ন ধরনের সহায়তা প্রদান।প্রতি বৎসর সর্ব্বোচ্ছ উপস্হিতি ও মার্কধারীর জন্য বিশেষ পুরুস্কার।